এবার রাবিতে আসন ৩৯৩০টি, বিভাগভিত্তিক কোন ইউনিটে কত?
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ হয়েছে। এখন যাচাই-বাচাই শেষে চূড়ান্ত পর্যায়ের আবেদনের জন্য মনোনীত ভর্তিচ্ছুদের তালিকা প্রকাশিত হবে। ইতোমধ্যে ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ মে থেকে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে, যা চলবে ৩১ মে পর্যন্ত।
সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ মে ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের মধ্য দিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ মে ‘এ’ (মানবিক) ইউনিট ও ৩১ মে ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে ভর্তি পরীক্ষা।
৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে এবার মোট আসন ৩ হাজার ৯৩০টি (বিশেষ কোটা বাদে)। জেনে নেওয়া যাক, রাবির ইউনিটভিত্তিক আসন সংখ্যার খুঁটিনাটি বিষয়ে-