রমজান ও ঈদের ছুটিতে ছয়দিন অনলাইনে ক্লাস নেবে নর্থ সাউথ
- ২১ আগস্ট ২০২৫, ১১:০৬
পবিত্র রমজান মাস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস অনলাইনে নেয়া হবে হবে। মঙ্গলবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ১৫ থেকে ১৮ এপ্রিল এবং ২৬ থেকে ২৭ এপ্রিল ২০২৩ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের ছুটি উপলক্ষে ১৯ থেকে ২৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
গত ২৪ মার্চ থেকে শুরু হয়েছে মুসলিমদের সিয়াম সাধনার মাস রমজান। রমাজান মাস উপলক্ষে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান থেকে শুরু করে পরিবর্তন এসেছে অফিসের সময়সূচির মধ্যে। ইতোমধ্যেই অনেক বিশ্ববিদ্যালয় পুরো রমজান মাস ছুটি ঘোষণা করেছে। আবার অনেক বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং অফিস সময় সকাল সাড়ে ৮:৩০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত করা হয়েছে।