ঢাবি শিক্ষক সমিতির বিবৃতি ‘ন্যাক্কারজনক’ ও ‘চাটুকারী’: ছাত্র ইউনিয়ন

মেরুদণ্ড
ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রদানকৃত সংবাদ বিজ্ঞপ্তিকে ‘ন্যাক্কারজনক’ ও ‘চাটুকারী’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র ইউনিয়ন। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাংবাদিক গ্রেফতারকে সমর্থন করার মাধ্যমে শিক্ষক সমিতি মেরুদন্ডহীনতার পরিচয় দিচ্ছে।

রবিবার (২ এপ্রিল) দুপুরে ঢাবি ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি শিমুল কুম্ভকার ও সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আরো পড়ুন: হাইকোর্টে আগাম জামিন চাইলেন প্রথম আলো সম্পাদক

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সাংবাদিক শামসুজ্জামান শামসের আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব! শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষিতে তাকে সাদা পোশাকে তুলে নিয়ে পরবর্তীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেফতারের ঘটনায় ঢাবি শিক্ষক সমিতি গতকাল শুক্রবার এই প্রেস রিলিজ দেয়।

আরও বলা হয়, সমিতির সভাপতি ড. মো. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ড. জিনাত হুদার স্বাক্ষরকৃত এ প্রেস রিলিজে উক্ত প্রতিবেদনটিকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেওয়া হয়। সাংবাদিক গ্রেফতারকে সমর্থন করার মাধ্যমে শিক্ষক সমিতি মেরুদন্ডহীনতার পরিচয় দিচ্ছে। এ ঘটনাকে 'রাষ্ট্রকে অকার্যকর করার অপচেষ্টা' আখ্যা দেওয়ায় শিক্ষক সমিতির সরকারের প্রতি নগ্ন চাটুকারীতার প্রকাশ পাচ্ছে। একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এরূপ সরকারের প্রতি চাটুকারসুলভ আচরণ শুধু নিন্দাজনকই নয়, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত চরিত্রের পরিপন্থীও।