বিএনপি একাত্তরের হত্যাকারীদের ক্ষমতায় বসিয়েছিল: শিক্ষামন্ত্রী

জিয়াউর রহমান
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি একাত্তরের হত্যাকারীদের ক্ষমতায় বসিয়েছিল। তাদের বিচার না করে এবং তাদের কে ক্ষমতায় বসিয়ে ৩০ লাখ শহীদের সঙ্গে বেঈমানি করেছিল, লাখ লাখ ধর্ষিতা নারীর সঙ্গে বেঈমানি করেছিল। সারাদেশের সঙ্গে, স্বাধীনতার সঙ্গে বেঈমানি করেছিল।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা দেখেছি হাওয়া ভবন, খোয়াব ভবন দেখেছি, লুটপাট দেখেছি। আমরা দেখেছি সেই ৭৫ এর হত্যাকারীদের যেমন তারা পুরস্কৃত করেছিল। হত্যাকারীর বিচার না করে তারা পুরস্কার দিয়েছিল। বিচার বন্ধ ছিল জিয়াউর রহমানের আমলে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান অবৈধ ক্ষমতা দখল করে একটি দল গঠন করলেন। সেটি ক্যান্টনমেন্ট থেকে অবৈধ রাজনৈতিক দল হিসেবে গড়ে তুললেন। তারা তো আর গণতান্ত্রিক দল হতে পারে না। এই দল তো সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবের জন্য কাজ করে না। তারা নিজেদের আখের গোছানোর জন্য কাজ করেছে। এরপর এরশাদ, তারপর বেগম জিয়া একই কাজ করেছেন।