পরীক্ষার পরের দিন সহকারী জজ নিয়োগের প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৮২

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশb

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীনে ২০২৩ সালের সহকারী জজ নিয়োগের ১৬শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মোট ১ হাজার ৮২ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন। আজ রবিবার বিকেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

বিজেএসসি বলছে, প্রকাশিত ফলাফলে কোনো ভুল বলে পরিলক্ষিত হলে বা যুক্তিসংগত প্রয়োজনে কমিশন তা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে।

এর আগে গতকাল শনিবার রাজধানীর তিনটি কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৫ হাজার ৬০০ জন নিয়োগপ্রত্যাশী অংশগ্রহণ করেন।

পরীক্ষার পরের দিন আজ বিকেলে উত্তীর্ণ প্রার্থীদের ফল প্রকাশ করল বিজেএসসি। এদিকে, লিখিত পরীক্ষা আগামী মে মাসে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। বিজেএস পরীক্ষার ফলাফল বিজেএসসির ওয়েবসাইটে www.bjsc.gov.bd দেখা যাবে।