রোনালদোর গোলে জয়ে ফিরল আল নাসের

ফুটবল
ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো টানা তিন ম্যাচে গোলের দেখা পাননি। আগের ম্যাচে আল ইত্তিহাদের কাছে হেরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও হারিয়েছিল আল নাসের। অবশেষে গোলের দেখা পেয়েছেন রোনালদো। প্রথমার্ধে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আল নাসের।

শনিবার (১৮ মার্চ) সৌদি প্রো লিগে আভার বিপক্ষে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে আল নাসর। আব্দুলফাত্তাহ আদমের গোলে পিছিয়ে পড়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে সমতায় ফেরে আল নাসর। আর পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন অ্যান্ডারসন তালিস্কা

আগের রাউন্ডে আল-ইত্তিহাদের মাঠে হেরে লিগ টেবিলের শীর্ষস্থান হারায় আল নাসের। পরে গত মঙ্গলবার কিংস কাপের কোয়ার্টার-ফাইনালে আভার বিপক্ষে দল ৩-১ গোলে জিতলেও ব্যক্তিগতভাবে তেমন আলো ছড়াতে পারেননি রোনালদো। উল্টো মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন তিনি। শেষ দিকে তাকে তুলেও নেন কোচ। সব মিলিয়েই সময়টা ভালো যাচ্ছিল না পর্তুগিজ তারকার। উল্টো দেখেছিলেন হলুদ কার্ড। এমনকি তাকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন কোচ।

রোনালদোর দারুণ গোলে জয়ে ফিরল আল নাসের

বাজে সময় কাটানো রোনালদোর দলের শুরুটা এদিন ভালো হয়নি। ম্যাচের ২৬ মিনিটেই গোল খেয়ে বসে আল নাসর। আব্দুলফাত্তাহ আদাম আহমেদের গোলে লিড নেয় আভা।

প্রথমার্ধে হন্যে হয়ে গোল খুঁজতে থাকা আল নাসর দ্বিতীয়ার্ধেও বড় একটা সময় পিছিয়ে ছিল। আরও একটি হারের শঙ্কা চেপে ধরছিল তাদের। অবশেষে ৭৮ মিনিটে ফ্রি-কিক থেকে দূর্দান্ত এক গোলে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। লিগে আট ম্যাচে এটি রোনালদোর নবম গোল।

৮০ মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন আভার জাকারিয়া সামি আল সুদানি। তাতে ১০ জনের দলে পরিণত হয় আভা। সে সুযোগ কাজে লাগায় আল নাসর। ৮৬ মিনিটে আদায় করে নেয় পেনাল্টি। স্পটকিকে গোল করে ২-১ গোলে আল নাসরের জয় নিশ্চিত করেন তালিস্কা।

এই জয়ে ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল আল নাসর। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।