চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

কলেজ
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রাম কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার এ ঘটনা ঘটে। 

সূত্রে জানা গেছে, জানা গেছে, জুনিয়রদের একটি বিষয়কে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুবাস মল্লিক পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুই গ্রুপ আলাদা হয়ে অবস্থান নেয়।

কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনির উদ্দিন রিহান বলেন, গতকাল (সোমবার) সভাপতির অনুসারীরা এইচএসসিতে পড়ুয়া এক ছাত্রকে মারধর করেছে। আজ আমাদের সেক্রেটারিও নেই। আমরা প্রশাসনিক ভবনের সামনে গেলে সভাপতির পক্ষের লোকজন এসে আমাদের ওপর হামলা করে। এতে আমাদের চারজন আহত হয়। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, তেমন কিছু হয়নি। গতকালকেও ইন্টারের একটা ছেলে সমস্যা করেছিল। আজকে ইন্টারের ছেলেরা ঝামেলা করেছে। তাদেরকে আমরা বের করে দিয়েছি। পরে সিনিয়ররা বিষয়টি সমাধান করে দিয়েছেন। আপাতত সব কিছু স্বাভাবিক রয়েছে।

চকবাজার থানা (ওসি) তদন্ত এস এম আব্দুল হালিম জানান, দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। আমরা ঘটনা স্থলে আছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।