স্থানীদের হাতে মার খেলেন রাবির আরেক শিক্ষার্থী

মারধর
রাজশাহী বিশ্ববিদ্যালয়

স্থানীয়দের সাথে সংঘর্ষের একদিন না যেতেই আবারও স্থানীয়দের হাতেহ মারধরের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। সোমবার (১৩ মার্চ) সকালে ফুলতলা এলাকায় ওই শিক্ষার্থীকে মারধর করা হয়। 

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সোয়াইব আক্তার রিদয়। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। 

রিদয় বলেন, আমি আমজাদের মোড়ে থাকি। আমি ও আমার বন্ধু রিয়াজুল সকালে ফুলতলা ঘুরতে যাই। তখন কয়েকজন স্থানীয় ছেলে আমাদের ডাক দেয়। তারা আমাদের কাছে জানতে চায়, আমরা রাবিতে পড়ি কিনা, আমি হ্যাঁ বলার পর বলে তোদের জায়গা ক্যাম্পাস পর্যন্ত, বাইরে ঘুরস এত সাহস কেন। এই কথা বলে আমার কলার ধরে চড় মারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমি পুলিশকে বিষয়টি জানিয়েছি। পুলিশ সেখানে গিয়ে ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে।

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, যারা এই মারধরের সঙ্গে জড়িত তাদের খোঁজা হচ্ছে। ভুক্তভোগী শিক্ষার্থীকে বলেছি যখন ওই অভিযুক্তদের দেখতে পাবে তখনই যেন আমাকে ফোন দেয়।