ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত
- ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাব্বী (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভুল্লি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বী বগুলাডাঙ্গী এলাকার মতিয়ার রহমানের ছেলে এবং সদর উপজেলার বগুলাডাঙ্গী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
নিহত স্কুলছাত্রের বাবা মতিয়ার রহমান বলেন, তার ছেলে সকালে একটি বাইসাকেলে করে বগুলাডাঙ্গী পাবনা পাড়া থেকে কোচিংয়ের জন্য যাচ্ছিল। সাড়ে সাতটার দিকে ভুল্লি বাজার এলাকায় একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান বলেন, রাব্বীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।
ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, দুর্ঘটনার পর পিকআপ নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি।