ফল নিরীক্ষায় ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৩৪ জন

এইচএসসি পরীক্ষা
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার খাতা পুনঃর্নিরীক্ষণে ৯১৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৩৪ জন। আর ফেল থেকে পাস করেছেন ১৪৫ জন পরীক্ষার্থী। এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল শুক্রবার (১০ মার্চ) প্রকাশ করা হয়েছে। 

এর আগে ৯ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। ১৫ ফেব্রুয়ারি এ আবেদনের সময়সীমা শেষ হয়।  এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয় গত ৮ ফেব্রুয়ারি।

এবার মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। আর উত্তীর্ণ হয়েছেন ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। অর্থাৎ পাসের হার ছিল ৯৫.২৬ শতাংশ। পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।