বদরুন্নেসা ছাত্রলীগ নেত্রী বললেন ‘সাংবাদিকরা গুজব ছড়াচ্ছেন’

হাবিবা আক্তার সাইমুন
হাবিবা আক্তার সাইমুন

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে মারধর করে কক্ষের দখল নেওয়ার অভিযোগকে ‘গুজব’ বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শাখা ছাত্রলীগ নেত্রী হাবিবা আক্তার সাইমুন। একইসঙ্গে এ খবর প্রচারকারী সংবাদকর্মীদের কাজ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

রবিবার (০৫ মার্চ) রাতে দেওয়া এক ফেসবুকে স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘‘আপনারা সংবাদ প্রচার করেন মানুষকে তথ্য দেয়ার জন্য। মানুষের হাতের নাগালে সকল প্রকার (ভালো-মন্দ) সত্য তথ্যগুলা পৌঁছে দেয়া আপনাদের দায়িত্ব। এটা অনেক বড় একটা দায়িত্ব। কিন্তু কাউকে নিয়ে মিথ্যা তথ্য লিখে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা যারা করেন তাদের কিছু কথা বলতে চাই।’’

‘‘আপনি যাকে নিয়ে গুজব ছড়াচ্ছেন, মিথ্যা সংবাদ রটাচ্ছেন সেও আপনার মতো কিংবা আপনার বোনের মত কিংবা আপনার ভাগ্নের মতো কোনো পরিবারেরই সন্তান। সেও আপনার মতোই কারো মেয়ে বা কারো ছেলে। আপনাদের মতোই একটা সমাজে বাস করে। হোক সে নেতা কিংবা নেত্রী, তারও একটা জবাবদিহিতার জায়গা আছে। মোটের উপর আপনার মতোই মানুষ।’’

আরও পড়ুন: বদরুন্নেসা কলেজছাত্রীকে মারধর করে কক্ষ দখলের চেষ্টা ছাত্রলীগের

এর আগে গতকাল শনিবার বিকেলে কলেজের এক ছাত্রীকে মারধর করে কক্ষের দখল নেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। কলেজের আবাসিক নতুন হলের ২০০৭ নং কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর নাম লাইজু আফরিন। তিনি কলেজের ২০১৭-১৮ সেশনের ইংরেজি বিভাগের ছাত্রী।

ঘটনার বর্ণনা দিয়ে রাত লাইজু দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, তার কক্ষে আরও কয়েকজন মেয়ে রয়েছেন। তাদেরকে কক্ষ থেকে সরিয়ে সেখানে অন্য মেয়েদের রাখতে চান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীবা আক্তার সাইমুন। এজন্য সাইমুন তার (লাইজু) ব্যাগ ও জামা-কাপড় বের করে দিয়েছেন।

ঘটনার পর সাইমুন সাংবাদিকদের উদ্দেশ্যে ফেসবুকে লিখেছেন, ‘‘বুঝলাম এটা আপনার জীবিকা, কিন্তু তাই বলে নিজের জীবন বাঁচাতে অন্যকে বিপদে ঠেলে দিয়ে আপনি কোন মানবিক ধর্ম পালন করছেন আমাকে একটু বলবেন? সংবাদ প্রচার করছেন ভালো কথা ঘটনার সত্যতা যাচাই করে মানুষকে জানান। কাউকে নিয়ে মিথ্যা প্রচার-প্রসার করবেন কেন!’’