বাংলাদেশ নৌবাহিনীতে ‘কমিশন্ড অফিসার’ পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ

নিয়োগ
বাংলাদেশ নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৩বি ডিইও ব্যাচে সরাসরি কমিশন্ড অফিসার পদে নিয়োগের লক্ষ্যে গত ২৩ জানুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৩৮ জন।

নির্দেশনা: উত্তীর্ণদের ইন্টার সার্ভিস সিলেকশরন বোর্ড (Inter Service Selection Board-ISSB) কর্তৃক ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রত্যেক প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে। আএসএসবি হতে এসএমএস পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে http://ssbbd.org/candidatelogin এ লগইন করে অনলাএন সিভি পূরণ করতে হবে। পরবর্তীতে একজন প্রার্থী আএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখসহ কল আপ লেটার (Call up letter) পাবে।

আন্তঃবাহিনী নির্বাচন পর্যদের ওয়েবসাইট www.issb-bd.org হতে প্রার্থীগণের আইএসএসবি পরীক্ষার তারিখ জানা যাবে এবং কল আপ লেটার ডাউনলোড করে আএসএসবি তে নির্ধারিত তারিখ ও সময়ে হাজির হতে হবে। আএসএসবি সংক্রান্ত যে কোন তথ্য আএসএসবি ওয়েব সাইট হতে পাওয়া যাবে।

লিখিত পরীক্ষার ফলাফল বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটেও পাওয়া যাবে। www.joinnavy.navy.mil.bd এবং www.navy.mil.bd

উত্তীর্ণদের রোল নম্বর দেখুন এখানে...

link_img