তিন উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড

ক্রিকেট
তিন উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০৯ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। ২১০ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ইংল্যান্ড। প্রথম ওভারে বল হাতে আসেন সাকিব আল হাসান। সে ওভারেই তুলে নেন প্রথম উইকেট। রয়ের পর প্যাভিলিয়নে ফেরেন ফিল সল্টও।  এরপর জেমস ভিন্সও আউট হলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ৬৩ রান। 

বুধবার (১ মার্চ) বেলা ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচটিতে টস জিতে তামিম ইকবাল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

এর আগে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ৪৭.২ ওভারে ২০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত করেন ৫৮ রান, মাহমুদউল্লাহ ৩১ আর তামিম ইকবাল ২৩ রান। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

লিটন দাস ৭, মুশফিকুর রহিম ১৬, সাকিব ৮, আফিফ হোসেন ধ্রুব ৯ আর মেহেদি হাসান মিরাজ আউট হন মাত্র ৭ রান করে। শেষদিকে তাসকিন আহমেদের ১৪ আর তাইজুল ইসলামের ১০ রানে কোনোমতে দুইশ পার হয় টাইগাররা। 

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার স্পিনের সামনে ১০৯ রানে অলআউট ভারত

ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন জোফরা আর্চার, মার্ক উড, মঈন আলি আর আদিল রশিদ।

টেস্ট খেলুড়ে সবগুলো দেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও ইংল্যান্ডকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। ২০১৬ সালে সুযোগ পেয়েও সেটি হাতছাড়া করেছে। সেবার হার দিয়ে শুরু হয়েছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় যদিও। তবে চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে হেরে জয়ের সুযোগ হাতছাড়া করে মাশরাফির দল। এবার সুযোগ সেই আক্ষেপ ঘোচানোর।