কারিগরি প্রশিক্ষণ দেবে কর্মসংস্থান মন্ত্রণালয়, কোর্স ফি ৪৮ টাকা

প্রশিক্ষণ
প্রশিক্ষণ

দেশ ও বিদেশে দক্ষ জনশক্তির চাহিদা পূরনের লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা ও মান অনুযায়ী তিনমাস মেয়াদি NTVQF ( National Technical And Vocational Qualifications Framework ) পদ্ধতিতে প্রশিক্ষণ দেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত নেত্রকোণা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে

নিয়মিত প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণ আগামী এপ্রিল-জুন/২০২৩ খ্রী: সেশন শুরু হতে যাচ্ছে। আগ্রহী প্রার্থীগণ অফিস চলাকালীন সময়ে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে।

যেসব কোর্সে প্রশিক্ষণ দেয়া হবে: ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, গার্মেন্টস (সেলাই প্রশিক্ষণ), ওয়েন্ডিং এন্ড ফেব্রিকেশন, আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাড, ড্রাইভিং উইথ অটোমেকানিক্স।

আসন সংখ্যা: ৩০টি (প্রতি কোর্সে)

মেয়াদ: ৩ মাস

যোগ্যতা: জেএসসি অথবা সমমান

ফরম বিতরণ ও ভর্তির তথ্যাদি: 

প্রতিষ্ঠানের প্রশিক্ষণ শাখা হতে আগামী ২১ মার্চ ২০২৩ তারিখ ২টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা প্রদান করা যাবে।

ভর্তি পরীক্ষা: ২২ মার্চ ২০২৩ ( সকাল ৯:০০ ঘটিকা) ফলাফল: ২৩-০৩-২০২৩ খ্রীঃ ।

ভর্তি তারিখ: ২৭ মার্চ ২০২৩ হতে ২০মার্চ ২০২৩ পর্যন্ত।

ক্লাশ শুরু: ২ এপ্রিল ২০২৩

বয়সসীমা: ২ এপ্রিল ২০২৩ তারিখে সর্বনিম্ন ১৭ বছর এবং সর্বোচ্চ ৫৫ বছর।

প্রয়োজনীয় নথি: ফরম জমার সময় পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয় পত্র/অনলাইন জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি, বৈদেশিক চাকুরী প্রার্থীদের পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে। 

কোর্স ফি: ৩ মাসের কোর্স ফি ৪৮/- টাকা মাত্র ।

পরীক্ষা বাবদ প্রশিক্ষনার্থীদের ভর্তির সময় (৪৮+৫৫০)=৫৯৮ টাকা প্রদান করতে হবে ।