আইএইচটি-ম্যাটসে ভর্তির সময় বৃদ্ধি

ম্যাটস
ব্যবহারিক ক্লাস করছেন শিক্ষার্থীরা

দেশের সরকারি আইএইচটি ও ম্যাটসসমূহে ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজী ও মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং কোর্সসমূহে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ৬ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন।

সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘সরকারি ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজী (IHT) এবং মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল (MATS) সমূহে ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজী ও মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল কোর্সসমূহের নির্বাচিত প্রার্থীদের ভর্তির সময়সীমা আগামী ৬ মার্চ পর্যন্ত বর্ধিত করা হলো। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইট (www.dgme.gov.bd) এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট (www.dghs.gov.bd) এ ভর্তি পরীক্ষার ফল পাওয়া যাবে।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘‘ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাদি সংশ্লিষ্ট সরকারি আইএইচটি ও ম্যাসসমূহের অধ্যক্ষগণের কার্যালয় হতে জানা যাবে। অধ্যক্ষগণ সরকারি ম্যাট্স/আইএইচটি এর ভর্তি কার্যক্রম শেষে ভর্তিকৃত ও অ-ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের সার্বিক তথ্য আগামী ৯ মার্চের মধ্যে পরিচালক (চিকিৎসা শিক্ষা), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবরে প্রেরণ করবেন। এর ভিত্তিতে আসন সংখ্যা শূন্য থাকলে অপেক্ষমান তালিকা হতে পরবর্তীতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।’’