১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

১৭তম শিক্ষক নিবন্ধন
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

এপ্রিলের প্রথম সপ্তাহে ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) এনটিআরসিএ’র একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

এনটিআরসিএ’র কর্মকর্তারা বলছেন, এখনও ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজন করা হয়নি। এছাড়া মৌখিক পরীক্ষাও বাকি রয়েছে। এই অবস্থায় ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে তারা ভাবছেন না। ১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরুর পর এ বিষয়ে চিন্তাভাবনা করা হবে।

জানতে চাইলে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফেসবুক ও ইউটিউবে ভিউ বাড়ানোর জন্য একটি চক্র এমন তথ্য ছড়িয়েছে। ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে কোনো আলোচনাই হয়নি। যে তথ্যটি ছড়ানো হয়েছে সেটি গুজব।

তিনি আরও বলেন, আমরা চতুর্থ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ এবং ১৭তম নিবন্ধনের লিখিত পরীক্ষা নিয়ে ভাবছি। এই দুটি কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করতে চাই। ১৮তম শিক্ষক নিবন্ধন নিয়ে এখনো ভাবার সময় হয়নি।