আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের ‘স্প্রিং -২০২৩’ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান
আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের ‘স্প্রিং -২০২৩’ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে ‘স্প্রিং -২০২৩’ সেমিস্টারে নবাগত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। 

আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের সবুজ মনোরম ক্যাম্পাস এবং শিক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন অধ্যাপক ড. মো. আবু তাহের।

আরও পড়ুন: মূলহোতা অন্তরাসহ ৫ ছাত্রীকে হল থেকে বহিষ্কার

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজ বিজ্ঞান অনুষদ ডিন অধ্যাপক ড. রবিউল হোসেইন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রবীন্দ্র নাথ শীল নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব এ কে জুনায়েদ আহমেদ।

নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের পদচারণায় পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে। আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরবৃন্দ উৎসবমুখর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক জনাব মো. আসাদুজ্জামান।