দেশে ফিরেছেন সাকিব আল হাসান

ক্রিকেট
দেশে ফিরেছেন সাকিব আল হাসান

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে আমেরিকা থেকে দেশে পৌঁছেছেন সাকিব। আগামী ১ মার্চ বাংলাদেশ-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭.৩০ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ডের বিপক্ষে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সাকিব ছাড়া দলের বাকি সদস্যরা ছিলেন চন্ডিকা হাথুরুসিংহের সে অনুশীলনে। 

গত ১২ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে পরাজয় বরণ করে সাকিবের ফরচুন বরিশাল। তারপর সেদিন রাতেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশ ছাড়েন তিনি। কিন্তু পেশোয়ার জালমির হয়ে মাত্র এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান সাকিব।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বেলা ১২টায়।

আগামী ১ মার্চ ইংলিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে সাকিব-তামিমরা। এরপর ৯ মার্চ থেকে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।

আরও পড়ুন: বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ দেখা যাবে ২০০ টাকায়

একনজরে দেখে নেওয়া যাক, বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের সময়সূচী:

বাংলাদেশ বনাম ইংল্যান্ড ওয়ানডে সময়সূচি

১ মার্চ (প্রথম ওয়ানডে) বাংলাদেশ বনাম ইংল্যান্ড (মিরপুর)- সময় দুপুর ১২টা

৩ মার্চ (দ্বিতীয় ওয়ানডে) বাংলাদেশ বনাম ইংল্যান্ড (মিরপুর)- সময় দুপুর ১২টা

৬ মার্চ (তৃতীয় ওয়ানডে) বাংলাদেশ বনাম ইংল্যান্ড (চট্টগ্রাম)-সময় দুপুর ১২টা

বাংলাদেশ বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সময়সূচি

৯ মার্চ (প্রথম টি-টোয়েন্টি) চট্টগ্রাম- সময় দুপুর ৩টা

১২ মার্চ (দ্বিতীয় টি-টোয়েন্টি) মিরপুর- সময় দুপুর ৩টা

১৪ মার্চ (তৃতীয় টি-টোয়েন্টি) মিরপুর- সময় দুপুর ৩টা

বাংলাদেশের ওয়ানডে দল 
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।