প্রাথমিকে দুই বিভাগে নিয়োগ হবে ৭ হাজার শিক্ষক

শিক্ষক নিয়োগ
ক্লাস নিচ্ছেন প্রাথমিক শিক্ষক

দেশের দুটি বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরও সাত হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

তিনি বলেন, প্রতি বছর আমাদের অনেক শিক্ষক অবসরে চলে যান। এর ফলে কিছু জায়গায় শূন্যতা থাকে দীর্ঘ সময়। এই শূন্যতা দূর করতে বিভাগ ভিত্তিক শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

ডিপিই মহাপরিচালক জানান, আমরা প্রথমে দুটি বিভাগে শিক্ষক নিয়োগ দেব। পদ সংখ্যা প্রায় সাত হাজার। শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পর্যায়ক্রমে অন্য বিভাগেও শিক্ষক নিয়োগ হবে।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, প্রথম ধাপে বরিশাল ও রংপুর বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এই দুটি বিভাগে সবচেয়ে বেশি শিক্ষক সংকট রয়েছে।

এ বিষয়ে শাহ রেজওয়ান হায়াত বলেন, কোন দুটি বিভাগে প্রথম ধাপে শিক্ষক নিয়োগ হবে সেটি বলা মুশকিল। আমরা শিগগিরই বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করব।