ঢাবির স্নাতকের শিক্ষার্থীরা পাবেন সরকারি বৃত্তি, আবেদন আহবান

ঢাবি
ঢাবি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শর্তাবলী অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের স্নাতক (সম্মান) পরীক্ষার ফলাফলের উপর সরকারি টেলেন্টপুল ও সরকারি সাধারণ বৃত্তিপ্রাপ্ত (অনুষদ ভিত্তিক বিভাগ ওয়ারি) শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে ঢাবি।

বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীরা ১৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ (সকাল-০৯:০০টা) হতে ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ (রাত-১২:০০টা) পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বৃত্তির টাকা উত্তোলনের জন্য শিক্ষার্থীর নিজ নামে অনলাইন সুবিধা সম্পন্ন ১৩-১৭ ডিজিটের ব্যাংক একাউন্ট থাকতে হবে। ব্যাংক একাউন্ট না থাকলে, অনতিবিলম্বে তফসিলভুক্ত অনলাইন সুবিধা সম্পন্ন যে কোন ব্যাংকে একাউন্ট খুলতে হবে। ব্যাংক হিসাব ব্যতীত অন্য কোন পদ্ধতিতে বৃত্তির অর্থ প্রেরণ/উত্তোলন করা সম্ভব নয়। মোবাইল ব্যাংকিং, বিকাশ ও রকেট গ্রহণযোগ্য নয়।

শিক্ষার্থীদের বৃত্তির আবেদন করতে যেসব নির্দেশনা মানতে হবে: 

১। বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত যে কোন ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে ব্যাংক হিসাব থাকতে হবে।

২। শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে।

৩। অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে।

৪। বিকাশ, শিউর ক্যাশ নগদসহ এ ধরনের কোন এজেন্ট ব্যাংকের হিসাব নম্বর প্রদান না করা।

৫। শিক্ষার্থীর সর্ব্শেষ পরীক্ষার নাম ও সাল, রেজিস্ট্রেশন নম্বর, প্রাপ্ত জিপিএ সঠিকভাবে পূরণ করতে হবে।

৬। শিক্ষার্থীর ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর এবং শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে।

৭। আবেদনের সাথে শিক্ষার্থীর ব্যাংক হিসাবের চেক বইয়ের উপরের পাতার ছবি আপলোড করে দিতে হবে।  

৮। ব্যাংক হিসাবটি বর্তমানে সচল ‍(Active) থাকতে হবে।

বৃত্তির আবেদনের ক্ষেত্রে Sign Up করার সময় প্রত্যেক শিক্ষার্থী তাদের স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউট থেকে প্রাপ্ত ইমেইল এড্রেস অবশ্যই ব্যবহার করতে হবে। অন্যথায় আবেদন করতে পারবে না। যে সকল শিক্ষার্থীরা ইমেইল এড্রেস এখনও পাননি তারা অতিদ্রুত স্ব স্ব বিভাগ/ইনস্টিটিউট-এর সাথে যোগাযোগ করে ইমেইল এড্রেস সংগ্রহ করতে হবে।

অনলাইনে আবেদন বা রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন এখানে: https://studentscholarship.du.ac.bd/