আইপিএলের সূচি চূড়ান্ত

জুয়া
আইপিএল

আগামী ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় টি-২০ ক্রিকেটে আইপিএলের এবারের আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

চূড়ান্ত সূচি অনুযায়ী প্রথম ম্যাচেই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়াদের মুখোমুখি হবে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত আটটায় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সেখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। ফাইনাল ২৮ মে।

আইপিএলের এবারের আসরে অংশ নেবে মোট ১০টি দল। ২০১৯ সালের পর আবারও হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। গ্রুপ পর্বের ম্যাচ চলবে ২১ মে পর্যন্ত। 

১২টি শহরে লিগ পর্বের ম্যাচ হবে ৭০টি। নিয়মিত ভেন্যু চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই, কলকাতা, লকনউ, দিল্লি, আহমেদাবাদ, জয়পুর ও মোহালি ছাড়াও কিছু ম্যাচ গৌহাটি ও ধর্মশালায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আইপিএলের এবারের আসরে তিনজন মাঠ মাতাবেন। আগের আসরের মতো এবারও পেসার মুস্তাফিজুর রহমানকে দেখা যাবে দিল্লি ক্যাপিটালসের জার্সিতেই। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সে রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ওপেনার লিটন দাস।