রাবিতে কিশোরগঞ্জ জেলা ফোরামের সভাপতি রুবেল, সম্পাদক সাদী

রাবিতে কিশোরগঞ্জ জেলা ফোরামের সভাপতি রুবেল, সম্পাদক সাদী
রাবিতে কিশোরগঞ্জ জেলা ফোরামের সভাপতি রুবেল, সম্পাদক সাদী

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), মেডিকেল কলেজ (রামেক) এবং প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলা ফোরামের ২০২২-২৩ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রাবির ফাইন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রুবেল হোসাইনকে সভাপতি ও একইবর্ষের ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী মাহবুবুল হাসান চৌধুরী সাদীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এক সাধারণ সভায় আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমতি দেওয়া হয়।   

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. শিপন রহমান, নিশাদ ফরহাদ অনিক, আরিফুল ইসলাম, আবির মোশাররফ হোসেন, প্রমিতা পরমা সরকার, আজিজুল হাকিম, আলমগীর হোসাইন, পূজা সরকার, শরিফুল হক জয়, সাইফুল ইসলাম রবিন। যুগ্ম- সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মোহাম্মদ রানা, সেজুয়ান আহমেদ আশিক, মো: নাঈম, কাইয়ূম মারুফ, অমৃতা চক্রবর্তী, সাদিয়া আহমেদ বিভা, মো: রাফিউল বাশার রমিন রিয়েল, মাহমুদুল আমিন রিয়েল। 

সাংগঠনিক সম্পাদক মো: মোফাজ্জল হোসেন, সারোয়ার বিন আছির, রহিমা সিদ্দিকী সূচী, মোফাচ্ছির আজাদ সাকিব, জিদনী রহমান, তোফায়েল আহমেদ, আহাদ মিয়া, রাফি আহমেদ, লামিয়া আক্তার। প্রচার সম্পাদক তৌফিকুল ইসলাম রৌদ্র, উপ- প্রচার সম্পাদক মো: মিলন, অর্থ সম্পাদক মো: শাহরিয়ার রহমান রামিম, উপ-অর্থ সম্পাদক মো: আজিজুল ইসলাম, মিজানুর রহমান ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক অপূর্ব বর্মন, উপ-ইভেন্টম্যানেজমেন্ট সম্পাদক, অমিত হাসান।

আরও পড়ুন: মধ্যরাতে আতঙ্কে হলের বাইরে কুবির ছাত্রীরা

 দপ্তর সম্পাদক অনয় চন্দ্ৰ দাস, উপ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন। ক্রিড়া সম্পাদক মাজহারুল ইসলাম, উপ-ক্রিড়া সম্পাদক মো: আনাস ভূইয়া ও মো: আতেফ আহমেদ আরমান। ছাত্রী বিষয়ক সম্পাদক ফৌজিয়া নৌরীন। উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক ইসরাত জাহান সাইনী। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলপনা আহমেদ মিম, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আফসানা রিম।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তামিম রহমান, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আকন্দ পলাশ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো: ইব্রাহিম রহমান, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক রাজীব আল মাহাদি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: রাজিব মিয়া, উপ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মাহমুদুল হাসান রকি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: রিফাত আরেফিন রাফি, উপ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আবিদুল্লাহ।  

গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার হাসান সাকিব, উপ-গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবুল বাসার, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মো: নাঈম-উল-হাসান রৌদ্র, উপ-ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মেহরাব সীমান্ত, পাঠাগার বিষয়ক সম্পাদক মোস্তাফিকুর রহমান সাইয়েম, উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক সাকিব ফয়সাল। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসাবে আছেন হাওয়া আক্তার, মারিনা আক্তার জ্যোতি, মো: শ্যামল, কারার দুররে হায়াত আন্তা, রাব্বি আল-নাহিয়ান, স্বাগতম বর্মন, মাইলন উদ্দিন, ফারিয়া জাহান।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ফোরামের সাবেক সভাপতি মোহাইমিন আহমেদ সাকিবের নেতৃত্বে সাবেক সাধারণ সম্পাদকের সঞ্চালনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ গ্যালারিতে এক সাধারণ সভা আহবানের মাধ্যমে উক্ত সংগঠনের উপদেষ্টা ও সাবেক উপ-উপাচার্য অধ্যাপক  নুরুল্লাহ্ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুল হক টুটুল আংশিক কমিটি ঘোষণা করেন।