গাইবান্ধা-৫ উপ-নির্বাচনে জয়ী ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন
- ২৬ আগস্ট ২০২৫, ১৫:৩২
গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে উপ-নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন।
নির্বাচনে মোট ১৪৫ কেন্দ্রের ফলাফলে রিপন ৮২ হাজার ৮১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) অ্যাডভোকেট গোলাম শহীদ রনজু ভোট পেয়েছেন ৪৫ হাজার ৭৬১টি।
বুধবার (৪ জানুয়ারি) রাতে এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ তথে্যর সত্যতা নিশ্চিত করেছেন।