ফুটবল কিংবদন্তি পেলে আর নেই
- ২৬ আগস্ট ২০২৫, ১৫:৩৩
ফুটবল কিংবদন্তি পেলে আর নেই। ৮২ বছর বয়সে তিনি মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত একটায় (বাংলাদেশ সময়) রয়টার্স এ তথ্য জানায়। এর আগে এপির এক প্রতিবেদনেও তার মারা যাওয়ার বিষয়টি জানায়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ অসুস্থতার পর ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
ফুটবল ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয় করেন পেলে। ১৯৫৮ সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করে, তখন পেলের বয়স ছিল কেবল ১৭ বছর। এরপর ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয় করেন তিনি। তিনি ২০০০ সালে ফিফার সেঞ্চুরির সেরা খেলোয়াড় নির্বাচিত হন।