আর্জেন্টিনা বিশ্বকাপ নিলে মিষ্টি খাওয়াবে হিরো আলম

আর্জেন্টিনার দলের একনিষ্ঠ ভক্ত হিরো আলম
আর্জেন্টিনার দলের একনিষ্ঠ ভক্ত হিরো আলম

আর্জেন্টিনা যদি আজ রাতে বিশ্বকাপ জিতে তাহলে আমার অফিসে কাল সকাল থেকে সারাদিন মিষ্টি খাওয়াব বলেছেন আর্জেন্টিনার একনিষ্ঠ ভক্ত হিরো আলম। এভাবেই এক প্রশ্নের জবাবে বলছিলেন তার প্রিয় দল নিয়ে।

রবিবার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ম্যাচ নিয়ে অনুভুতির কথা জানতে চাইলে তিনি একথা বলেন। 

হিরো আলম আরও বলেন, আমার ফুটবল খেলা খুব প্রিয়। এইবার বিশ্বকাপ খেলা উপলক্ষে আমি দুটি গান প্রকাশ করেছি, যা অনেক সাড়া ফেলেছে। আমার ইচ্ছে আছে সামনে বড় পরিসরে ফুটবল খেলার জন্য কোনো কিছু করার। তবে এই মুহূর্তে তা বলব না।

আরও পড়ুন: এবার উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম

কাতারের লুসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ফিফা বিশ্বকাপ-২০২২ এর আসর। ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দুইবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ফ্রান্স। তা নিয়ে উত্তেজনা সবার মনে। 

কোন দল হবে এবারের চ্যাম্পিয়ন? এমন প্রশ্ন এখন বিশ্বব্যাপী কোটি ফুটবলপ্রেমীর মনে। ফুটবল বিশ্বকাপের জ্বরে কাঁপছে সারাবিশ্বের ফুটবলপ্রেমীরা। এ দেশের দর্শকদেরও উন্মাদনার অন্ত নেই।