ইবিতে র‌্যাগিং বিরোধী প্রোগ্রাম

ইবিতে র‌্যাগিং বিরোধী প্রোগ্রাম
ইবিতে র‌্যাগিং বিরোধী প্রোগ্রাম

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২২-২০২৩ এর অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)  র‌্যাগিং প্রতিরোধে সচেতনতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের তৃতীয় তলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এটি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি শিরিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আল মামুন।

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোঃ ওবাইদুল হক, মো. রিপোনুজ্জামান, ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস, বিকল্প ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার ড. মো. ইব্রাহীম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা র‌্যাগিং এর অপকারিতা এবং বিশ্ববিদ্যালয় থেকে র‌্যাগিং প্রতিরোধসহ নান বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।