বাংলাদেশি নাচ শিখছেন কানাডার রাষ্ট্রদূত

পূজা সেনগুপ্ত ও লিলি নিকোলস

আগামী ৮ ডিসেম্বর মঞ্চায়ন হতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য নৃত্য প্রযোজনা ‘নন্দিনী’। ৫০ তম এই মঞ্চায়নে বিশেষ আকর্ষণ হতে যাচ্ছেন বাংলাদেশে কানাডার হাই কমিশনার লিলি নিকোলস। এই প্রদর্শনীতে বাংলাদেশ ও কানাডার শিল্পীদের সাথে নৃত্যে অংশ নিচ্ছেন হাই কমিশনার লিলি নিকোলস। উক্ত আয়োজনের নির্দেশনা দিচ্ছেন নৃত্যশিল্পী ও নৃত্য নির্দেশক পূজা সেনগুপ্ত।

আরও পড়ুন: ছাত্রলীগের প্যাডে মেসি-নেইমার!

আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ‘নন্দিনী’র বিশেষ প্রদর্শনী হবে ঢাকায় কানাডীয় দূতাবাসে। ‘নন্দিনী’র বিশেষ এই প্রদর্শনী সম্পর্কে পূজা সেনগুপ্ত জানালেন, ৮ ডিসেম্বর ২০২২ “নন্দিনী”র ৫০তম মঞ্চায়নে আমার ছাত্রছাত্রীদের সাথে অংশ নিচ্ছে আমার আরেক বিদেশী ছাত্রী ড. লিলি নিকোলস- যিনি বর্তমানে বাংলাদেশে নিযুক্ত কানাডার মান্যবর রাষ্ট্রদূত। বাংলাদেশের নাচ আর সংস্কৃতির প্রতি তার আগ্রহ ও শ্রদ্ধা আমাকে মুগ্ধ করে। গত পাঁচ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে ও আমার তত্ত্বাবধানে আরতি নাচের অনুশীলন করছে। 

তিনি আরও বলেন, এখানে অংশ নিয়েছে আমার আরেক ছাত্রী কানাডিয়ান মডেল ও অভিনেত্রী রিটা হোকায়েম।

রবিবার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত তাদের মহড়ার একটি ছবি এবং ভিডিও সোমবার ফেসবুকে পোস্ট করেন পূজা সেনগুপ্ত।