মৃত্যুর সঙ্গে লড়ছেন কিংবদন্তি ফুটবলার পেলে

পেলে
বিশ্বকাপ ট্রফি হাতে পেলে

ফুটবলের মহাতারকা পেলের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। সাওপাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাজিলিয়ান কিংবদন্তির শ্বাসযন্ত্রের সংক্রমণ চিকিৎসায় বেশ সাড়া দিয়েছেন তিনি। ২৪ ঘণ্টায় তার অবস্থার অবনতি হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন পেলে। গত বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতা নিয়ে নানা ধরনের খবর বের হয়। প্যালিয়াটিভ কেয়ারে রাখার কথাও বলা হয়। এ ব্যবস্থার মাধ্যমে উপসর্গ উপশম হয়।

রোগী বেঁচে থাকবেন যতদিন, সে পর্যন্ত প্যালিয়াটিভ কেয়ার দেওয়া হয়। ৮২ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তির শরীর থেকে গত বছরের সেপ্টেম্বরে টিউমার অপসারণ করা হয়। এরপরও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। চলতি বছর একাধিকবার হাসপাতালে ভর্তি হন তিনবারের বিশ্বকাপজয়ী তারকা।