নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে স্নাতক করার সুযোগ দিচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আগ্রহীরা ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা:

১। এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রেই ৮.০ এর সম্মিলিত জিপিএ এবং প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৩.৫০
বা জিসিই ও-লেভেল এবং এ- লেভেল: পাঁচটি বিষয়ে ও-লেভেল ন্যূনতম গড় গ্রেড পয়েন্ট ২.৫ এবং দুটি বিষয়ে ন্যূনতম গড় গ্রেড পয়েন্ট ২.০ সহ এ-লেভেল। 

২। ইউএস হাই স্কুল ডিপ্লোমা, আইবি ডিপ্লোমা প্রোগ্রাম (আইবি-ডিপি) বা সমতুল্য।

উপরোক্ত ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ছাত্রদের তাদের যোগ্যতা যাচাই করার জন্য ভর্তি অফিসে যোগাযোগ করতে হবে।

বিদেশী আবেদনকারীদের তাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং প্রাথমিক স্ক্রীনিংয়ের জন্য দুজন রেফারির নাম admissions@northsouth.edu-এ পাঠাতে হবে। যাচাইকরণের পরে, ভর্তি অফিস তাদের ভর্তির জন্য তাদের যোগ্যতা সম্পর্কে অবহিত করবে।

নির্দিষ্ট প্রোগ্রাম প্রয়োজনীয়তা:

স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের সমস্ত ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য (বিএস-এ CSE, EEE, ETE এবং CEE) প্রার্থীদের অবশ্যই থাকতে হবে -

১। এইচএসসি বা ন্যূনতম বি গ্রেড সহ গণিত এবং পদার্থবিজ্ঞান

২। এ-লেভেলে যথাক্রমে ন্যূনতম সি এবং ই গ্রেড সহ গণিত এবং পদার্থবিদ্যা বা

৩। ও-লেভেলে ন্যূনতম সি গ্রেড সহ গণিত এবং পদার্থবিদ্যা এবং আবেদনের যোগ্য হতে হলে A-লেভেলে ন্যূনতম সি গ্রেড সহ গণিত বা পদার্থবিদ্যা থাকতে হবে।

৪। ব্যাচেলর অফ আর্কিটেকচার প্রোগ্রামে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই এইচএসসিতে ন্যূনতম বি গ্রেড বা এ-লেভেলে সি গ্রেড সহ গণিত বা পদার্থবিদ্যা থাকতে হবে।

৫। বায়োকেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজির জন্য, প্রার্থীদের অবশ্যই এসএসসি/ এইচএসসি বা ও/এ-লেভেলে বায়োলজি এবং কেমিস্ট্রি থাকতে হবে।

৬। বিফার্ম (BPharm) প্রফেশনালের জন্য, আবেদনকারীদের অবশ্যই জীববিজ্ঞান এবং রসায়নে আলাদাভাবে ’বি’ গ্রেড, গণিতে 'সি' গ্রেড এবং এইচএসসি/এ-লেভেলে পদার্থবিদ্যায় পাস হতে হবে।

দ্রষ্টব্য: i) প্রার্থীকে অবশ্যই চলতি বছরে বা আগের বছরে এইচএসসি/এ-লেভেল পাস করতে হবে।
    ii) শুধুমাত্র বসন্ত এবং গ্রীষ্মকালীন সেশনের জন্য আবেদন করুন।

আবেদন প্রক্রিয়া: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বৈধ ইমেল এবং ফোন নম্বর দিয়ে আপনার নিবন্ধন সম্পন্ন করে লগইন করুন। নিবন্ধনের পরে আপনি একটি আবেদনপত্র পাবেন সেই আবেদনপত্র পূরণ করুন।

আবেদন ফি:

বিকাশের সাথে পেমেন্ট: ১৫২৩/-

ব্যাঙ্কে পেমেন্ট: ১৫০০/-

ডিবিবিএল/ভিসা/মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট: ১৫১০/-

ভর্তি পরীক্ষা: ৩ ডিসেম্বর ২০২২ (ভর্তি পরীক্ষার দিনে আপনার প্রিন্ট করা প্রবেশপত্র সঙ্গে আনুন।)