বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবুল কাশেম চৌধুরী। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে পুষ্পস্তবক অর্পণ করেন।

গত ১৬ নভেম্বর অধ্যাপক ড. আবুল কাশেম চৌধুরীকে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন।

এর আগে তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। নিজ বিভাগে চার বার চেয়ারম্যান ও দুইবার কৃষি অনুষদের ডিনের দায়িত্ব পালন করেছেন তিনি।

অধ্যাপক ড. আবুল কাসেম চৌধুরী ১৯৬২ সালের ১ অক্টোবর নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কৃতিত্বের সঙ্গে ১৯৮৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ থেকে স্নাতক এবং ১৯৮৮ সালে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০০১ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে থাইল্যান্ডের ক্যাসেটসার্ট ইউনিভার্সিটি থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০৩-২০০৫ সাল পর্যন্ত জাপান ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অ্যাগ্রিকালচারাল সায়েন্স, জাপানে পোস্ট ডক্টোরাল ফেলো হিসেবে মার্কার অ্যাসিস্টেড সিলেকশন বিষয়ে গবেষণা করেন।

আরও পড়ুন: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আবুল কাশেম

অধ্যাপক আবুল কাশেমের আন্তর্জাতিক (২৯টি) ও জাতীয় (২৪টি) পর্যায়ে বিভিন্ন জার্নালে তার ৫৩টি বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া অধ্যাপক ড. চৌধুরী জাপান, যুক্তরাষ্ট্র এবং থাইল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

ড. আবুল কাসেম চৌধুরী ১৯৮৯ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত পটুয়াখালী কৃষি কলেজের (বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) উদ্ভিদ প্রজনন বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা পেশা শুরু করেন এবং দীর্ঘ ৩৪ বছর সুনামের সঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণায় নিয়োজিত রয়েছেন।

কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিষয়ে আন্তর্জাতিক জার্নালে তার ২২টি প্রকাশনা রয়েছে। দীর্ঘ ৩৪ বছর শিক্ষকতা করার পর তিনি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন।