মনিপুর স্কুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে চিঠি

মনিপুর স্কুল
মনিপুর স্কুল এন্ড কলেজ

রাজধানীর মনিপুর স্কুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে অনুরোধ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ড গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এই অনুরোধ করা হয়।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত চিঠিটি মাউশি মহাপরিচালকের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর মিরপুর থানাধীন “মনিপুর হাইস্কুল এন্ড কলেজ” এর অধ্যক্ষ এর চাকরীর মেয়াদ ২০২০ সালের ২ জুলাই ৬০ (ষাট) বছর পূর্ণ হওয়ায় প্রতিষ্ঠানের গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী ৩ জুলাই থেকে মো. ফরহাদ হোসেনকে অধ্যক্ষ হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। বোর্ড কর্তৃক নিয়োগ প্রাপ্ত তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের মতামত অনুযায়ী, অধ্যক্ষ মো. ফরহাদ হোসেনের এর চুক্তিভিত্তিক নিয়োগ সঠিক ও সম্মত হয়নি। 

এমতাবস্থায় নিয়মিত গভর্নিং বডি চলমান না থাকায় প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।