ঢাবিতে হামলা: ছাত্রদলের দুইদিনের কর্মসূচি ঘোষণা

হামলা
ছা্ত্রলীগের হামলা ও হামলায় আহতরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগ কর্তৃক নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক পূর্বনির্ধারিত সময়ে প্রশাসনিক ভবনে যাওয়ার পথে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের ওপর ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়েছেন শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একাধিক নেতাকর্মী। ছাত্রলীগের এই নির্মম হামলার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।।

কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল; বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘প্রতিবাদী ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হবে।