নৌকা ডুবিতে মৃত্যু, জীবনের মূল্য ২০ হাজার!

মৃত্যু
নৌকাডুবিতে ২৪ জনের লাশ উদ্ধার হয়েছে

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবিতে ২৪ জনের লাশ উদ্ধার হয়েছে। মৃত ২৪ জনের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।  

রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঘটনাস্থল থেকে এ ঘোষণা দেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সলেমান আলী।

এছাড়া এ ঘটনায় আহতদের পাঁচ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে। এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের মাড়েয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আরও পড়ুন: পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু

বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জানান, এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনটি শিশু, ১১ জন নারী ও দুজন পুরুষ রয়েছেন। এছাড়া আরও আটজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। তাদের মধ্যে পাঁচটি শিশু, এক নারী ও দুজন পুরুষ রয়েছেন।

এসআই শওকত আরও জানান, এখনো অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।