তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে মূল স্রোতে যুক্তের উদ্যোগ

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে মূল স্রোতে যুক্তের উদ্যোগ
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতের সঙ্গে যুক্ত করতে নানা কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এরমধ্যে তাদের পরিচয়পত্র দেয়ারও উদ্যোগ নেয়া হয়েছে। ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রকৃত তৃতীয় লিঙ্গ শনাক্ত করে তাদের পরিচয়পত্র দেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রাশেদ খান মেনন গণমাধ্যমকে বলেন, ‘বিভিন্ন জায়গায় তৃতীয় লিঙ্গ হিসেবে অনেকেই রাস্তায় থাকছে। কিন্তু দেখা যাচ্ছে, তাদের অনেকেই তৃতীয় লিঙ্গ নয়। তৃতীয় লিঙ্গ সেজে রাস্তায় থাকছে। কার্ড দেয়া শুরু হলে তাদের পুনর্বাসন করা সহজ হবে। তাই এ ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষার কথা বলা হয়েছে। বিষয়টি মানবাধিকারের বিষয় হওয়ায় মানবাধিকার কমিশনের সহযোগিতা নিতে সুপারিশ করা হয়।’

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রকৃত তৃতীয় লিঙ্গ শনাক্ত করে আইডি কার্ড প্রদান এবং তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী ও মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।