বাউবি’র এইচএসসি পরীক্ষা শুরু ২৩ সেপ্টেম্বর

বাউবি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর থেকে (শুক্রবার) শুরু হবে। যা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।

আজ মঙ্গলবার বাউবি’র ভারপ্রাপ্ত পরিচালক (তথ্য ও জনসংযোগ) ড. আ. ফ. ম মেজবাহ উদ্দিনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।  

এতে বলা হয়, চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) শুরু হবে। সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ে ৩০৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে সর্বমোট ৮৮ হাজার ২৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৫৩ হাজার ৬২৬ জন এবং নারী পরীক্ষার্থী ৩৪ হাজার ৬১২ জন।

আরও বলা হয়, এ পরীক্ষা শুধুমাত্র শুক্র ও শনিবার বন্ধের দিনগুলোতে সকাল এবং বিকেলে অনুষ্ঠিত হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে তাঁর পরীক্ষার মূল আইডি কার্ডসহ যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।