ইস্টার্ন ইউনিভার্সিটির সঙ্গে ইউসিবির সমঝোতা চুক্তি
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
দেশের প্রথম প্রজন্মের ব্যাংক ইউসিবির সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির একটি সমঝোতা চুক্তি সম্পাদিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ইস্টার্ন ইউনিভার্সিটির সভাকক্ষে দুই পক্ষের কর্মকর্তাদের উপস্থিততে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন কাতার ইউনিভার্সিটিতে
চুক্তির আওতায় ইউসিবি ব্যাংকের সব শাখা থেকে অনলাইনের মাধ্যমে রিয়েল টাইমে টিউশন ফি জমা দিতে পারবেন ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
চুক্তিতে স্বাক্ষর করেন ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ও ইউসিবির পক্ষে ভাইস প্রেসিডেন্ট রিয়াদ হাশিম । এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।