০৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৪

সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে সবুজ পৃথিবী গড়ে তোলা সম্ভব: ঢাবি উপাচার্য

সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে সবুজ পৃথিবী গড়ে তোলা সম্ভব: ঢাবি উপাচার্য
বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য   © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মন্তব্য করেছেন, ‘ব্যক্তি পর্যায়ে সুন্দর দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ পোষণ করলেই পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও সবুজ পৃথিবী গড়ে তোলা সম্ভব।’ 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জাতীয় পরিবেশ অলিম্পিয়াড-২০২২ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ এ কর্মসূচির আয়োজন করেন।

উপাচার্য বলেন, ‘সুন্দর দৃষ্টিভঙ্গি শেখা ও চর্চার জন্য পরিবার সবচেয়ে উত্তম স্কুল। শৈশব থেকেই শিশুদের মধ্যে এ ধরনের অভ্যাস গড়ে তুলতে বাবা-মা, শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে কাজ করার জন্য উপাচার্য শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।’

আরও পড়ুন : মাদ্রাসার নবসৃষ্ট পদে নিয়োগের রোডম্যাপ অনুমোদন

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি অধ্যাপক নাসরীন রফিকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত কুমার সাহা ও সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কে এম আজম চৌধুরী, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে রচনা, চিত্রাঙ্কন, পোস্টার ও প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।