রক্ত দিয়েছেন ছাত্রলীগ কর্মী, মেয়ের নাম ‘হাসিনা’ রাখলেন মা
ছাত্রলীগ কর্মীর রক্তে বেঁচে গেছেন প্রসুতি মা। পরে মেয়ের নাম প্রধানমন্ত্রীর নামের সঙ্গে মিল রেখে দিয়েছেন ‘হাসিনা’। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ মায়ের রক্তের অভাব দেখা দিলেও ব্যবস্থা করতে পারছিল না পরিবার।
রাত ৩টার দিকে চিকিৎসক জানান, রক্ত ছাড়া প্রসুতিকে বাঁচানো যাবে না। গরীব অসহায় রোগীর পরিবার তখন ছাত্রলীগের ভার্চুয়াল ব্ল্যাড ব্যাংকের কথা জানতে পারে। পরিবারটি যোগাযোগ করে ব্লাড ব্যাংকের কর্মীদের সঙ্গে। রাত জেগে ছাত্রলীগ কর্মীরা বিভিন্ন ক্যাম্পাসে যোগাযোগ করে। পরে তারা খুঁজে পান কবি নজরুল কলেজের এক ছাত্রলীগের কর্মীকে।
আরো পড়ুন: সব শিক্ষাপ্রতিষ্ঠানকে শতভাগ ইন্টারনেটের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী
ভোরে ছাত্রলীগ কর্মীর রক্তে বেঁচে ওঠেন মা। জন্ম দেন কন্যা শিশুর। সেই বাবা-মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মেয়ের নাম রাখেন ‘হাসিনা’। মা ও শিশু দু’জনই ভালো আছে। বাবা-মা বলেন, মেয়ে বড় হয়ে শেখ হাসিনার আদর্শে মানুষের জন্য কাজ করবে।
এ বিষয়ে ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন বলেন, ‘আমাদের ওই কর্মীর কাছ থেকে রক্ত ম্যানেজ করে দিই। তারা খুশি হয়ে নেত্রীর নামে সদ্য জন্ম নেওয়া কন্যা সন্তানের নাম রেখেছেন।