০২ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৪

আট বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টি  © ফাইল ছবি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার দেশের আটটি বিভাগেই বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়; রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী পাঁচদিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আরও পড়ুন: অপহৃত ঢাবি ছাত্রী বারবার বলছিল, ‘ভাই আমাকে বাঁচান’।

অপরদিকে শুক্রবার কিছু কিছু এলাকায় তাপপ্রবাহ কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।