গ্যাসের আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধ
ঢাকায় কেরাণীগঞ্জের জিনজিরার মান্দাইল এলাকায় একটি বাসায় গ্যাসের চুলার লাইনে বিস্ফোরণে শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তারা একই পরিবারের সদস্য।
মঙ্গলবার (৩০ আগস্ট) ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
দগ্ধরা হলেন- ৬০ বছর বয়সী মোছা. বেগম, মোছা. ইদুনী বেগম, মোছা. সোনিয়া আক্তার, মো. সাহাদৎ হোসেন ও আট বছর বয়সী শিশু মারিয়া আক্তার ও শিশু ইয়াছিন।
জানা যায়, ভোরে বাড়ির গৃহিনী রান্না করছিলেন। এ সময় গ্যাসের চুলার লাইনে বিস্ফোরণ হয়। এতে ঘরে থাকা ছয়জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক বলে ইনস্টিটিউট সূত্রে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।