জ্বালানি তেলের দাম ৪০ টাকা বাড়িয়ে ৫ টাকা কমালো সরকার
জ্বালানি তেল ডিজেল, অকটেন, পেট্রোল এবং কেরোসিনের প্রতি লিটারের দাম গড়ে প্রায় ৪০ টাকা বাড়ানোর পর ৫ টাকা করে কমালো সরকার। গত ৫ আগস্ট প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের খুচরা দাম ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম যথাক্রমে ৪৬ ও ৪৪ টাকা বাড়িয়ে ১৩৫ ও ১৩০ টাকা নির্ধারণ করা হয়।
সোমবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টার পর থেকে নতুন দরে তেল বেচাকেনার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন মূল্যহার অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৯ টাকা এবং অকটেনের ও পেট্রোলের দাম যথাক্রমে ১৩০ ও ১২৫ টাকা হবে। তেল আমদানিতে আগাম কর (৫ শতাংশ) অব্যাহতি এবং ৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে তেলের খুচরা দাম কমানো হলো।
এদিকে তেলের দাম কমলেও এর সুফল জনগণ কতটুকু পাবে তা নিয়ে সংশয় রয়েছে। যারা সরাসরি তেল কিনে ব্যবহার করেন তাদের খরচ কিছুটা কমবে। কিন্তু গত ৬ আগস্ট তেলের দামবৃদ্ধির পর গত ২৪ দিনে বিভিন্ন সেবা ও পণ্যের দাম যে হারে বেড়েছে তা আদৌ কমবে কিনা বা কতটুকু কমবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
আরও পড়ুন: প্রতি লিটার অকটেন বিক্রিতে লাভ ৪৬ টাকা
সর্বশেষ জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর মন্ত্রণালয়ের বিশ্লেষনে বলা হয়, ডিজেল-অকটেন-পেট্রোলের দাম বাড়ায় বাসভাড়া কিলোমিটারে সর্বোচ্চ ২৯ পয়সা এবং লঞ্চ ভাড়া ৪২ পয়সা বাড়তে পারে। দূরপাল¬ার বাসে বর্তমানে (৫২ আসনের) প্রতি কিলোমিটারে ভাড়া ১ টাকা ৮০ পয়সা। ডিজেলের দাম বাড়ানোয় ২৯ পয়সা বেড়ে এ ভাড়া হবে ২ টাকার মতো। অর্থাৎ প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৬ দশমিক ২২ শতাংশ।
শহর এলাকায় (৫২ আসনের) বাসে প্রতি কিলোমিটারের ভাড়া এখন ২ টাকা ১৫ পয়সা। এটি ২৮ পয়সা বেড়ে ২ টাকা ৪৩ পয়সার মতো হবে। অর্থাৎ প্রতি কিলোমিটারে বাড়বে ১৩ দশমিক ১৬ শতাংশ। এছাড়া লঞ্চে বর্তমানে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ১৯ পয়সা। ৪২ পয়সা বেড়ে এ ভাড়া হবে ২ টাকা ৬২ পয়সা। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৯ দশমিক ১৮ শতাংশ। অথচ প্রকৃতপক্ষে বাস ও লঞ্চ ভাড়া এই প্রাক্কলনের দ্বিগুণ বেড়েছে।
এর আগে সোমবার দুপুরে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, করের বিষয়ে কিছু সুবিধা পাওয়া গেছে। সেই সুবিধার কারণে জ্বালানি তেলের দামও সমন্বয় করার চিন্তা করা হচ্ছে। এখনো যাচাই-বাছাই করা হচ্ছে। আশা করা যাচ্ছে, এখানে একটি পরিবর্তন আনা যাবে। তবে বিশ্ববাজারে তেলের দাম আবার বেড়ে গেছে। এ অবস্থায় কতটা সমন্বয় করা যাবে, সেটিও একটি বিষয়। তাই কতটুকু সমন্বয় হবে, সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। হয়তো আজকালের মধ্যে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।