কিস্তি না পেয়ে দোকানিকে মারধরের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নাটোরে কিস্তির টাকা না পেয়ে এক দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এই ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম রোকোনুজ্জামান। তিনি নাটোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের করোটা এলাকার মুদি দোকানি আব্দুস সাত্তার রোকোনুজ্জামানের কাছ থেকে সুদের ওপর ২০ হাজার টাকা ঋণ নেয়। ঋণের কিস্তি হিসাবে প্রতিদিন ১৪০ টাকা হারে ৯২ কিস্তিতে মোট ১২ হাজার ৮০০ টাকা পরিশোধ করেন তিনি। বৃহস্পতিবার বিকেলে রোকোনুজ্জামানের পক্ষে সাত্তারের কাছে কিস্তি নিতে যান শিমুল। কিন্তু, সাত্তার সন্ধ্যার পর কিস্তি দেবেন বলে জানান। কিন্তু শিমুল তখনই টাকা দিতে চাপ দেন সাত্তারকে। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় স্থানীয়রা এগিয়ে এলে শিমুল ঘটনাস্থল থেকে চলে যায়।
পরে রোকোনুজ্জামানের বাবাকে ডেকে কিস্তি পরিশোধ করে সাত্তার এবং রোকনুজ্জামান যেন কোনো ঝামেলায় না জড়ান সেই অনুরোধ করেন স্থানীয়রা। কিন্তু, রাত ৯টার দিকে দলবল নিয়ে রোকোনুজ্জামান করোটা বাজারে সাত্তারের দোকানে গিয়ে বাবার কাছে জানানোয় শাসাতে থাকে। একপর্যায়ে রোকোনুজ্জামানের দোকানি আব্দুস সাত্তারকে মারধর ও মোটরসাইকেলের চাবি দিয়ে মাথায় আঘাত করেন। এ ঘটনায় আব্দুস সাত্তারের মাথায় জখম হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে রক্তপাত বন্ধ না হওয়ায় পরে রাজশাহী মেডিকেল অফিসার হাসপাতালে ভর্তি করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, এ ঘটনায় আজ শুক্রবার সকালে সাত্তারের ছেলে সাব্বির বাদী হয়ে নাটোর সদর থানায় মামলা দায়ের করেন। পরে সন্ধ্যায় নাটোর সদর উপজেলার মীরপাড়া এলাকা থেকে রোকোনুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।