২৫ আগস্ট ২০২২, ১৪:১৭
ফার্মেসি খোলা ২৪ ঘণ্টা, ডিএসসিসির নির্দেশ নাকচ স্বাস্থ্যমন্ত্রীর
রাজধানীতে ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত আর হাসপাতালের দোকানগুলো ২টার পর বন্ধ করে দেয়ার বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস যে নির্দেশ দিয়েছেন, তা নাচক করেছে সরকার।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন জানিয়েছেন, বিদ্যুৎ সাশ্রয়ে ওষুধের দোকান নির্দিষ্ট সময়ের পর বন্ধ করার কোনো কারণ নেই। দোকানগুলো ২৪ ঘণ্টাই খোলা রাখা যাবে। ঢাকা দক্ষিণের মেয়রের নির্দেশের পর তুমুল সমালোচনার মধ্যে বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিষয়টি নিয়ে কথা বলেন মন্ত্রী।
দেশের হাসপাতালের সেবা কার্যক্রম সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদেরকে জাহিদ মালেক বলেন, ‘রাত ১২ টার ওষুধের দোকান বন্ধের কোনো নির্দেশ আমরা দেইনি। কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা চলছে। তবে ওষধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে।’