দ্বিগুণ করা হলো জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিলের টিকিট মূল্য
আগের মূল্য থেকে দ্বিগুণ করা হয়েছে জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল জাদুঘরে প্রবেশ ফি। আগামী সেপ্টেম্বর থেকে নতুন প্রবেশ মূল্য কার্যকর হবে।
মঙ্গলবার (২৩ আগস্ট) ‘জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’ উল্লেখ করে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রশাসন ও সংস্থাপন শাখা।
আরও পড়ুন: শেকৃবির ক্যান্টিনে দ্বিগুণ দাম খাবারের, ৫টাকার পরোটা এখন ১০টাকা।
অফিস আদেশে বলা হয়, গত ৬ আগস্ট অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের ১৯৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল জাদুঘরের প্রবেশ টিকিটের মূল্য দেশী দর্শকের জন্য ৪০ টাকা এবং শিশু দর্শকদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে জাতীয় জাদুঘরে টিকিটের দাম বয়স্কদের জন্য ২০ টাকা ও শিশুদের ১০ টাকা। আহসান মঞ্জিলের ক্ষেত্রে টিকিটের মূল্য ২০ টাকা। এ ছাড়া দুই জাদুঘরেই বিদেশী নাগরিকদের ক্ষেত্রে সার্কভুক্ত দেশের জন্য ৩০০ টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য ৫০০ টাকা। সাম্প্রতিক এ অফিস আদেশে বিদেশী নাগরিকদের প্রবেশ মূল্য সম্পর্কে নতুন কোনো তথ্য নেই।