২০ আগস্ট ২০২২, ২১:১০

‘আমার স্বামীকে হত্যার পরেও ওরা ৫ লাখ টাকা চাইছে’

স্ত্রী জান্নাত   © সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থানা পুলিশের হেফাজতে এক আসামির মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। 

এদিকে নিহত সুমনের (২৭) স্ত্রী জান্নাত অভিযোগ করেছেন, ‘তার স্বামীকে গতকাল শুক্রবার রাতেই পুলিশ মেরে ফেলেছে। কিন্তু আজ (শনিবার) সকালেও তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছে।’

জান্নাত জানান, ‘আমার স্বামী ইউনিলিভার কোম্পানির পিওরইট ওয়াটার ফিল্টারের ডেলিভারির ভ্যানচালক ছিল। আমরা কীভাবে পাঁচ লাখ টাকা দিব? অথচ অফিসের ম্যানেজার মাসুম পাঁচ লাখ টাকা দাবি করেছেন। তিনি বলেছেন, টাকা ছাড়া পুলিশ কোনো কিছু করবে না। টাকা দিলেই তাকে ছেড়ে দিবে।’

জান্নাত আরও জানান, ‘আমরা রামপুরা থানা এলাকায় থাকি। সুমনের অফিসও রামপুরায়। গ্রেপ্তার করলে রামপুরা থানা করবে। হাতিরঝিল থানায় সুমনের বিরুদ্ধে কোনো মামলাও নেই। তারা কেন আটক করবেন? স্বামীকে ফেরত চাই বলেই বুক চাপড়ে কাঁদতে থাকেন জান্নাত।’

আরও পড়ুন : এক পায়ে লাফিয়েই স্কুলে যায় সুমাইয়া

জানা গেছে, গত ১৩ আগস্ট ৫৩ লাখ টাকা আত্মসাৎ ও প্রমাণ লোপাট করতে প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক চুরি করার অভিযোগে সুমনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) আদনান বীন আজাদ মামলাটির তদন্ত করছেন। ১৯ আগস্ট সুমনকে বাসা থেকে আটক করেন তিনি।