এ মাসটিই দুর্দশার শেষ মাস, আগামী মাস থেকে উন্নয়ন: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান  © ফাইল ছবি


পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অন্যান্য দেশের কারণে আমাদের তেল আমদানিতে অসুবিধা হচ্ছে। বিদ্যুতের ঘাটতি আছে। তবে এই মাসটিই দুর্দশার শেষ মাস। আগামী মাস থেকে আমরা উন্নয়নের পথে যাবো।

জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার সুনামগঞ্জে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে আমাদের নিয়ন্ত্রণের বাইরে, অন্যান্য দেশের কারণে আমরা সাময়িক অসুবিধায় পড়েছি। দ্রব্যমূল্য বেড়েছে, বিদ্যুতের ঘাটতি আছে, তেল আমদানিতে অসুবিধা হচ্ছে। এ জন্য সাময়িক সময়ের জন্য আমাদের নাগরিকদের অসুবিধা হচ্ছে। আমাদের সরকার প্রধান এটা নিয়ে খুবই কষ্ট পান। আমি পরিষ্কার বলতে চাই, এই মাসটি হবে বর্তমান দুর্দশার শেষ মাস। আমরা আগামী মাস থেকে পূর্ণ মাত্রায় আমাদের উন্নয়নের পথে যাব।’

মন্ত্রী এ সময় বলেন, ‘সংখ্যালঘু শব্দ আমরা ব্যবহার করি না। তবে বাস্তবিক কারণে এটা ব্যবহার করতে হয়। সংখ্যালঘু, সংখ্যাগুরু বলতে কিছু নাই। আমরা সবাই বাঙালি এবং বাংলাদেশের নাগরিক। ধর্ম যেমন প্রতিষ্ঠা পাবে, তেমনি সততা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িকতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জাতির পিতার নেতৃত্বে আমরা যেমন ঐক্যবদ্ধ ছিলাম। সেইভাবে বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।’


সর্বশেষ সংবাদ