বিমানবন্দরে আফগান তরুণীর কান্না
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কেটেও ঢাকা থেকে নিজের দেশে যেতে পারেননি সেফারু আহমেদি হোসনা নামে এক আফগানিস্তানের তরুণী। চেক-ইন কাউন্টার থেকে তাকে ফেরত দেওয়া হয়। এ সময় ওই তরুণী বিমানবন্দরে কান্নাকাটি শুরু করলে অনেকেই কৌতূহল নিয়ে তার ছবি ও ভিডিও করেন।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, ওই তরুণীর ঢাকা-আবুধাবি রুটের বিমানের টিকিট কাটা ছিল। তবে যাত্রার আগ মুহূর্তে তাকে আটকে দেয় বিমান। চেক-ইন কাউন্টার থেকেই তাকে অফলোড করা হয়।
অফলোডের এক পর্যায়ে ওই তরুণী জানতে পারেন ফ্লাইটটি ঢাকা ছেড়ে চলে গেছে, তখনই বিমানবন্দরের মেঝেতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেন তিনি। ওই তরুণী বারবার বলছিলেন, ‘বিমান আমার সঙ্গে কেন এমন করল।’
এ ব্যাপারে বিমানবন্দরের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, ‘১১ দিনে আগেই ওই তরুণীর পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। এছাড়া ১২ আগস্ট পর্যন্ত তার আবুধাবির ভিসা ছিল।’
আরও পড়ুন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মার্কশিটে এত ভুল!
তিনি আরও বলেন, ‘পাসপোর্টের মেয়াদ না থাকলেও অনেক সময় বিশেষ ব্যবস্থায় বিদেশি যাত্রীরা নিজ দেশে ফিরতে পারেন। তবে ওই তরুণী আবুধাবি যাবেন। তাই মেয়াদোত্তীর্ণ পাসপোর্টের ওই যাত্রীকে বিমান বহন করেননি। বর্তমানে ওই তরুণী বিমানবন্দরের কাছাকাছি একটি আবাসিক হোটেলে রয়েছেন। একমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই তিনি দেশত্যাগ করতে পারবেন।’