১১ আগস্ট ২০২২, ২০:৩৯

ভুল করে তাহেরের অ্যাকাউন্টে সোয়া ৩ কোটি টাকা, অতঃপর...

গ্রেফতার আবু তাহের   © সংগৃহীত

গাইবান্ধায় একটি ভুল অ্যাকাউন্টে প্রায় তিন কোটি ২৫ লাখ টাকা চলে যাওয়ার ঘটনার রহস্য উন্মোচিত হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ ঘটনার রহস্য উন্মোচন করেছে। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এআরএম আলিফ এ তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘শনিবার (৬ জুলাই) ডাচ-বাংলা ব্যাংকের গাইবান্ধা শাখার এক কর্মকর্তা সোনালী ব্যাংক গাইবান্ধা প্রধান শাখায় তিন কোটি ২৫ লাখ টাকার চেক জমা দেন। ওই টাকা ডাচ-বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ের একটি অ্যাকাউন্টে ট্রান্সফার না হয়ে ভুল বা ডিজিট পরিবর্তন হয়ে ঢাকার আল আমির ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আবু তাহেরের হিসাব নম্বরে জমা হয়।’

তিনি আরও জানান, ‘জমা হওয়া টাকা তিন কোটি ১০ লাখ টাকা আবু তাহের উত্তোলন করে বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। পরে পিবিআই গাইবান্ধা ও ঢাকার একটি টিম নোয়াখালী থেকে আবু তাহেরকে গ্রেফতার করেছে।’

গ্রেফতার আবু তাহের রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাংগাল হালিয়া এলাকার আব্দুস সহিদ মিয়ার ছেলে।

আরও পড়ুন : আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন সোহেল তাজ

পুলিশ সুপার আরও জানান, ‘আবু তাহের একজন আদম ব্যাপারী। মঙ্গলবার (৯ আগস্ট) তার স্বীকারোক্তি অনুযায়ী ৩০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ১৫ লাখ টাকা আমির ইন্টারন্যাশনাল ব্যাংক হিসাবে জমা আছে। অবশিষ্ট দুই কোটি ৮০ লাখ টাকা উদ্ধারে ও প্রকৃত ঘটনা উদঘাটনে পিবিআই তৎপরতা চালাচ্ছে।’

জানা গেছে, গত এক মাস আগে এই টাকা নিয়ে সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার ম্যানেজার জাহিদুল ইসলাম গোপনে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন। পরে গাইবান্ধা সদর থানায় একটি মামলা করেন তিনি। পরে বুধবার (১০ আগস্ট) মামলার তদন্তভার গ্রহণ করেন পিবিআই।