রাজধানীতে লরি চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
রাজধানীর কাফরুলের বিজয় সরণিতে তেলের লরি চাপায় মাসুদ রানা (২৪) নামের প্রাইভেট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে কাফরুলের বিজয় সরণির নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
পরে তার মরদেহের আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিরপুর ডিভিশনের (ডিসি) জসীম উদ্দীন মোল্লা জানান, নিহত মাসুদ রানা প্রাইম ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করতেন। তিনি থাকতেন মিরপুর-১ নম্বর এলাকায়। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয়ে।
কাফরুল থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিঙ্গেল লেনের রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ে লরির সামনে কাত হয়ে পড়ে যান মাসুদ রানা। এতে ওই লরির চাকার নিচেই পিষ্ট হন মাসুদ রানা। ঘটনার পর পরই চালকসহ লরিটি জব্দ করে পুলিশ। মরদেহ ময়নতদন্তের জন্য পাঠানো হয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে।
ওই লরিটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এছাড়া আইনানুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।