কাঁচা মরিচের কেজি এখন ২৪০ টাকা
আবারও বেড়েছে কাঁচা মরিচের দাম বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজিতে। আমদানির ঘোষণার পরও রাজধানীতে ৩০০ টাকার কাছাকাছি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। অথচ বিক্রেতারা জানিয়েছেন, দুই সপ্তাহ আগেও ঢাকায় কাঁচা মরিচ বিক্রি হতো ১৪০ থেকে ১৬০ টাকা কেজি।
শুক্রবার (৫ আগস্ট) হাতিরপুল বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রায় ৩০০ টাকা কেজি দরে। তবে অন্য সপ্তাহের তুলনায় শুক্রবার রাজধানীর বাজারে সবজির সরবরাহ কিছুটা কম ছিল।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইল বাজার কাঁচা মরিচের বড় পাইকারি ব্যবসাকেন্দ্র। এ মৌসুমের মরিচ শেষ পর্যায়ে। এ কারণে সরবরাহ কম। কয়েকদিনের বন্যায় নাজেহাল হয়ে পড়েছে কৃষকরা। অন্যদিকে, খরার কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা।
আরও পড়ুন: টোল আদায়ে বঙ্গবন্ধু সেতুকে ছাড়াল পদ্মা
ঢাকায় কাঁচা মরিচের দাম নিয়ে চলছে অস্থিরতা। বিক্রেতারা ইচ্ছেমতো ক্রেতাদের কাছ থেকে দাম নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আগে দেশে সবজির দাম ঠিক হতো মৌসুমের হিসাবে। কিন্তু এখন সবজির দাম ওঠানামা করে সপ্তাহের ব্যবধানে। এর সাথে যোগ হয় ব্যবসায়ীদের নানা যুক্তি।
দোকানিরা জানান, মরিচের সরবরাহ বাড়লে আবার দাম কমার সম্ভাবনা আছে। শুধু পেঁপে বাদে সব ধরনের সবজির দাম বাজারে বাড়তে শুরু করেছে। এরই মধ্যে আগাম শীতকালীন সবজির আবাদ শুরু হয়েছে।